বাড়ির নিয়ম (২০৯৬তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
৩১-০৩-২০২৩
========================
বাড়ির নিয়ম , বংশের নিয়ম , নিয়ম মা-বাবার
এই বংশের নিয়ম নেই যে যেথায় খুশী যাবার।
ঘরে নিয়ম ,বাইরে নিয়ম ,নিয়ম পাড়া-পড়শির
এই সমাজের নিয়ম যেন একটা বাঁকা বড়শীর।
চলতে নিয়ম,বলতে নিয়ম,নিয়ম যে পথে ঘাটে
নিয়মের কঠিন অনুশাসন ফুর্তির খেলার মাঠে ।
পোশাকে নিয়ম,আশাকে নিয়ম,নিয়ম চলাফেরায়
সমাজ দেশ কোথায় বসে নিয়মের কাঠি ঘেরায় ?
দশের নিয়ম,আমার নিয়ম,নিয়ম গান বাজনাতে
মৌলভী পুরুত ধর্মের নামে কেন গান বাজনাতে?
বলতে নিয়ম ,চলতে নিয়ম,নিয়ম নেই খাবারদাবারে
নিয়মের এই বেড়াজাল ভেঙ্গে কোথায় তুমি যাবে রে ?
হাসতে নিয়ম,কাঁদতে নিয়ম ,শুধু  মরতে নিয়ম নাই
মরার পরেও বাঁচার নিয়ম ,শুধু কাজ করে না তাই ।
নিয়মগুলো শুধু নরের তৈরি,সেথায় নারী অনুপস্থিত
অথচ নারীর আদলে টিকে আছে মানুষ সৃষ্টির ভীত।
নিয়মের ওই বেড়াজাল ভেঙ্গে নারীকে জাগিতে হবে
নারী কেন চাপে পরে বন্দী শালায়,খাঁচায় বন্দী রবে?
এই জগতের  সকল প্রাণী বাঁচার জন্য লড়াই করে
নারী কেন স্বেচ্ছায় বন্দী থাকবে,বাঁঁচবে শেকল পরে?
নারীর জন্য স্বামী ধন্য,সন্তান ধন্য,নারী কেন ধন্য নয়
মাতারূপে,দশরাত রূপে সবখানে নারীর পুঁজা হয়।
আজ জাগো নারী ছিনিয়ে নাও তোমার যে অধিকার
নিজ হস্তে চুরমার করো উপরে ফেলো নিয়ম বঞ্চনার।
অধিকার আদায়ে অস্ত্র ধরো হুংকার মেরো তব জোরে
পুরুষ  যাবে হাট বাজারে নারী থাকবে কেন আজ ঘরে?