সতত হে সাঙ্গু নদ-
    তুমি পড় মোর মনে,
তোমার কথা মনে পড়লে,
    নানা স্মৃতি জেগে উঠে।
তোমার আকাশে আছে কত?
    কালো কালো মেঘ,
বৃষ্টির ধারা নির্ঝরিণী,
     দেখতে কালো কেশ।
তোমার আকাশে রুপালী রোদে-
     আকাশ বাতাস জ্বলে,
তোমার পানি উপচিয়ে পড়ে,
    মাঠ-ঘাট প্লাবনে।
রাতের আকাশে রুপালী চাঁদ-
     যখন আলো ছড়ায়,
সাঙ্গু নদের পানি রাশি,
     রঙ-বেরঙে বেড়ায়।
তোমার দু'পাড়ে আছে কত?
    সারি সারি গাছ,
তোমার নইতে আছে কত?
    পানি আর মাছ ।
হে শৈবালিনী তোমার  দু'পাড়ের তীরে-
     যদি কাহারো নজর পড়ে,
আঁকা-বাকা দৃশ্য দেখে,
     সবার মন নেয় কেড়ে।
মন চায় আমার এ নদীতে-
    নৌকায় সাথী নিয়ে ঘুরি,
কোথায় পাবে ভাবের সাথী,
    কার প্রেমে যে মজি।
রঙের নায়ে পাল তুলিয়া-
    বাইতে ইচ্ছে জাগে,
মাঝি নেই মাল্লা নেই,
     নৌকা কেন সাজে।
যত নদী দেখিলাম ঘুরে-
    সাঙ্গুর মত দেখি নাই,
তাই'ত' আমি তোমার কথা,
    লেখি কবিতার ভাষায়।