আলো আধারের যাদু
       এম,এ,সালাম

দিব্যি দিনের আলো,ঐ সূর্যটারে-
     রাত্রে গিলে খায়,
আঁধার রাতে সূর্যটারে ডাকে
     তসম  চাঁদ মামায়।

অংশুমালী দিলেন গালি-
     শর্বর কোথায় আছে?
সাহস থাকলে গোধুলী লগ্নে
     দিবাকরকে কর মিছে।

মিটি মিটি করে জ্বলছে তাঁরা-
     আলো আধারের গগনে,
তমঃ আলোতেও চাঁদের নিশান
     ছুটছে রাত হতে পবনে।

সুর ছন্দের বর্নচ্ছটা কেন যেন-
    তিমির রাতে তলিয়ে যায়,
সমুদ্রতীরে অপরাহ্নের আলো
     এক গেয়েমির ভাব জমায়।

হারিতে চায় না একে অপরকে-
    আলো আঁধারের মেলায়,
যশোধর বাবু লোক লজ্জায় ভয়ে
    দিবাকরের আলোতে ছড়ায়।

অন্ধকার রাত্রে দূরের পথে-
     শংকাহীনে চলে না,
ভানুমতি কেন রাতের বেলা
     গগনে আলো নিয়ে আসে না।