আকর্ষিক পরিদর্শন (২১৩৭ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
১১-০৫-২০২৩ ইং
======================
আকর্ষিক পরিদর্শনে গিয়েছিলাম
কিছু ছাত্র-ছাত্রীর বাড়ি।
সন্ধার পড়ে পড়াশোনা করে কিনা
উদ্দেশ্যে একমাত্র তারই।


দেখলাম অনেক শিক্ষার্থী পড়ে না
মোবাইল ফোন নিয়ে ব্যস্ত,
টিকটিক আর হরেক গেইমখেলায়
পিতা মাতা সহ আছে ন্যাস্ত।


কেহ আকাশে দেখে টিভির সিরিয়াল
স্টার জলসা আর জি-বাংলা,
অনেক ছেলেরা পড়ার টেবিলে নাই
বাহিরে আড্ডা সহ মারে নাংলা।


কোন অভিবাবক ছেলে মেয়েদের পক্ষে
সাফাই সাক্ষী দিতেছে অহরহ ,
জরুরি প্রয়োজনে দোকানে পাঠাইছি
ওরা সেচ্ছায় বাহিরে নেই কেহ।


কোন অভিবাবক শিক্ষার্থীর বিরুদ্ধে
সকল দোষ ত্রুটি খুলে বলে,
ওরা নাকি পিতামাতার কথা শুনে না
নিজেদের ইচ্ছায় নাকি চলে।


পরিদর্শন কালে শিক্ষার্থী,অভিবাবককে
শিক্ষার নানা উপদেশ দিয়েছি,
কেহর কাছ থেকে শিক্ষার্থীদের বিরুদ্ধে
একঝুঁলি বঞ্চনা গঞ্চনা পেয়েছি।


অনেক অভিবাবক এই হঠাৎ পরিদর্শনকে
সবিনয়ে সানন্দে স্বাগত জানায়,
এই প্রথা চালু রাখিলে নাকি শিক্ষার্থীদের
লেখাপড়ার মানোন্নায়ন বাড়ায়।