আকাশ ছোঁয়ার স্বপ্ন (২১৯৯ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
১২-০৭-২০২৩ ই
*************************            
জন্মেছি মাগো এই বাংলায়
অনেক অনেক স্বপ্ন নিয়ে,
বিশ্ব জয়ের  স্বপ্নে বিভোর
জীবনের গতিপথ এগিয়ে।


শিক্ষা দীক্ষার শেষ পর্বে যাই
ওই আকাশ ছুঁইবার জন্য,
সেই নেশাতে জ্ঞানের চর্চায়
আমি জীবনটা করেছি ধন্য।


বিশ্ব যেখানে আনন্দ ছুঁই ছুঁই
আমি কেন থাকি পিছে?
তেল মারার এই রঙিন দেশে
ফাঁকাআওয়াজ বুলি মিছে।


চেষ্টায় আছি আকাশ ছুঁইতে
সেথায় দেখবো সব ঘুরে,
কেমন করে ঝারবাঁতি জ্বলে
তারার মেলায়  বিশ্ব জুড়ে।


সাধ্য নেই ওই আকাশে যাইতে
তবুও মনে দিচ্ছে হামাগুড়ি,
আকাশ যদি পেতাম নাগালে
দেখতাম মনের মত ঘুরি ঘুরি।


শতেক স্বপ্ন ছুঁইয়ে দেখার লাই
মনের কোণে দেয় যে উঁকি,
এই সুখ পাই এই যে পাই না
শুধু এর স্বাদ নিবার বাকি।


ভাবতে আশাতে বয়স বেড়ে
এই তো চুয়ান্নতে ছুঁই ছুঁই,
নেতিয়ে পরছে শক্তি সামার্থ্য
ইমেজ হারিয়ে ফেলেছি মুই।


এই জীবনে হবে কি পূরণ?
ছুঁইয়ে রঙিন আকাশ দেখার,
জীবন সায়াহ্নে শিক্ষা আছে
রঙিন জগৎ থেকে নেবার।