তৃষ্ণার কাজলসিক্ত লাজুক সেই চোখদুটো
যেখানে নির্বাক দৃষ্টিমেলে কেটে যেত হাজার বছর
আবেগের প্রলয়ে বিচূর্ণ হতো আমার সভ্যতা
হৃদয়ের ক্যানভাসে জীবন্ত হয়ে আজো ভেসে উঠে ক্ষণে ক্ষণে,
বিষাদের তুলিতে আঁখিজল মেখে মু্ছতে পারিনা তা।


তবে কি এরই নাম ভালবাসা ?
প্রণয় বনে স্তরে স্তরে স্মৃতির স্বর্ণলতা
বিষাদের গরলবাণে শুধুই উঁতপাতা
হৃদয়টাকে আঁকড়ে ধরলে কভু আর হয়না ফিরে আসা।


-সংশোধিত