কখনো যদি আমায় জিজ্ঞাসা করো
" কি চাই আমার থেকে?"
আমি হয়তো চুপ থাকবো অথবা হয়তো তোমার চক্ষু মায়ায় ডুবে গিয়ে অস্পষ্ট স্বরে বলেই ফেলবো "তোমাকে"
তুমি অবাক হতে পারো কিন্তু
আমি আবারো নিজেকে সংযত করে নিয়ে হয়তো বলব "বিশ্বাস"
এগুলো শুনে যখন অস্থায়িত্বতার ভয় তোমার চোখ ভরিয়ে দেবে
আমিও হয়তো অনুরোধের সুরে বলে বসবো " তবে কিছু স্মৃতি"।