শহরটি চিনেছিলাম তোমারই হাত ধরে,
আজ চেনা হাত অন্যের হাতে, শহরটিও এখন অন্য কেউ চিনছে,
জানো তুমি খুব সুন্দর ভাবে শহর চেনাতে পারো,
যখন তোমার হাত ধরে এ শহরের অলিগলি ঘুরেছি
যখন চার্চে বসে দুজন ভবিষ্যৎ নিয়ে ভেবেছি
যখন তুমি খাইয়ে দিতে
তখন তোমার মধ্যে প্রেমের স্বাদ পেয়েছি
হ্যাঁ তোমার হাত ধরেই আমি আমাকে চিনেছি
আমি এ শহর চিনেছি
এ শহরের ক্লান্তি যখন আমাকে চেপে ধরত তুমি তোমার ঠোঁটের আলতো ছোঁয়ায় সব ক্লান্তি শুষে নিতে
হ্যাঁ তোমার হাত ধরেই আমি এ শহর চিনেছি,
তোমার ঠোঁটের ছোঁয়ায় আমি এ শহরকে ভালোবেসেছি
কিন্তু জানো আজ এ শহরের ভিড়ের মধ্যে থেকেও বড্ড শুন্য লাগে তোমারি অভাবে
হ্যাঁ তোমারই অভাবে সেই চেনা শহর আজ বড্ড অচেনা লাগে