কবিতা- জনারণ্যে মনে মনে যুগ যুগ ঘুরে বেড়ায়,
কবি- "তারা" হয়ে আকাশে উড়ে যায় !
                                   জ্বলে যায় !
                     মিটিমিটি করে হেসে থাকে- অনন্তকাল ।
বেদনার নীল জোসনায় পাঠককে ভাসায়, হাসায়, কাঁদায় !
কখনো ভালোবাসায়, কখনো বিরহে - চলে বয়ে সমকাল ।

আমরা আজ বেদনাহত, শোকাহত ।
কবি ছেড়ে গেলেন - কবি বেলাল চৌধুরী চলে গেলেন –
বাঙলা সাহিত‌্যের বলবো একটি সূর্যাস্ত হলো !

তবে, আকাশটি দেখছি দিব্যি নীল –অালোয় ভরা ।
ঐ তারার দেশে নতুন তারাও দেখছি - তারাটি - বেলাল চৌধুরী !
বলছি –কবির পঙতি থেকেই  : "তুমি একটুও বদলাওনি পুরোপুরি আলোর মতন ।"
      কেবল পাখির মত উড়ে গেলে- কাঁদিয়ে ধরা ।

অথবা-
“প্রতি মুহূর্তে বদলায় জীবন
পৃথিবী অনুভব করে বিচিত্র অভিজ্ঞতা
পাখিরাও এ ডালে ও ডালে ঘুরে ঘুরে দেখে”
তুমিও ঘুরে দেখো কবি - অনন্ত জগত অনাবিল হর্ষে –
আমরা না হয় হলাম কিছুটা নীল - তোমাকে হারানোর বিরহের পরশে !

          তবে কথা দিলাম –মনের গহীনে,
তুমি রবে-  ভালোবাসায় নিরবে, নিভৃতে ।
                      গল্প – কবিতায়,
চির ভাস্বর প্রতিমার আলোকছটায় !