তোমাকে হারাতে চাই না বলে–
মাঝে মাঝে আমি কুসংস্কারও মেনে চলি!
এই যেমন ধরো সই–
একলা শালিক দেখলে মুখ ফিরিয়ে রই।
আবার যখন তুমি আঁচড়ে ফেলো চুল–
লুকিয়ে রাখি, অন্য পুরুষের চোখে যদি তা মনে হয় ফুল!
মাঝে মঝে আবার শাড়ি, চুড়ি জোড়ায় জোড়ায় কিনি–
একখানাতে কেউ কেউ বলে বিচ্ছেদের বিকিকিনি!
সর্বকথার শেষকথা একটাই- শোন সই,
এই জীবনে তুমি বই আমি কিছু নই।
তোমাকে হারাতে চাই না বলে–
সংস্কার-কুসংস্কার মানা, না-মানার বিচারে তুমি আমার তালগাছ হলেই চলে!