হাসি মুখে থাকতে বাধ্য হয় কারণে অকারণে,
জীবন চলার পথের ব্যাকরণে।


অন্তরের কান্না অন্তরে লুকাতে হয়
পুরুষের চোখে জল দেখলে- লোকে কাপুরুষ কয়!


পুরুষ মানুষ কাঁদতে পারে না–
নিজের দুঃখেও না, অন্যের দুঃখেও না!
সমাজে কোন অন্যায় দেখলে, তার প্রতিবাদ করতে না পারলেও- না!
মাঝে মাঝে রাষ্ট্রের বিপথে যাওযার ক্ষেত্রে, বাধা না হতে পারার ক্ষোভও- না!
বিশ্বব্যবস্থার কোন খুঁত দেখে, কিছু না করতে পারার অভিমানেও - না!


মাঝে মাঝে কাঁদতে ইচ্ছে করে–
দুঃখে, ক্ষোভে, রাগে, অক্ষমতায়, কখনোবা সুখের তরে।
কিন্তু, পুরুষ মানুষ  কাঁদতে পারেনা–
কখনো না, কোন কারণেই না!