তোমার মানব জমিন নিয়ত করো চাষ
ফলাও সোনার ফসল ভালোবেসে বারো মাস ।
শত শত পথ, শত শত মত, আছে হাজারো দর্শন
সঠিকতা যাচাই শেষে করো বীজ বপন ।
নীতিবোধের চাষেই মানুষ পরিচয় তোমার,
নীতিহীন চর্চায় জমিন আজীবন অসার
আবাদে জানা-শুণা, বাড়ে সজীবতা তার
অনাবাদে ফেলনা মাঠ- জন্ম আগাছার !
চাষী তুমি, জমিন তোমার, তোমার দায়ভার
এ জনমে মানুষ না হলে - উপায় নাই আর ।
তোমার সাধন, তোমার ভজন, তোমার কর্মফল –
বলে দিবে- তুমি মানুষ, নাকি প্রাণী সম ফসল !