কোন পথে দেশ?
মাথা ব্যাথাই নাই তোমার,
পুরাই বেহুশ!
কি করছে জাতি?
বিন্দুমাত্র চিন্তাই নাই তোমার,
পুরাই বেহুশ!
কি অবস্থায় সমাজ?
ভাবনার সময়ই নাই তোমার,
পুরাই বেহুশ!
কি ঘটছে বিশ্বে?
জানার ইচ্ছাই নাই তোমার,
পুরাই বেহুশ!


তুমি, অবাক করলে!
দেশ, জাতি, সমাজ, বিশ্ব নিয়ে–
যে কিনা পুরাই বেহুশ,
সে কীভাবে দাবি করে- সে পুরুষ!