ভোমর কবে আমার কথা তোমার কানে কানে
দয়া করে যেও সখী ফুলের বাগানে ।।


লাল ফিতায় চুল বাঁধিও গোলাপ যেমন সাঁজে
আলতা দিও দু পায়েতে, টিপ দিও কপাল মাঝে
ভালোবাসার কথা হবে তবে তোমার সনে ।


ভোমর কবে আমার কথা তোমার কানে কানে
দয়া করে যেও সখী ফুলের বাগানে ।।


স্বপন দেখি যখন রাতে কথা বলি নিজের সাথে
আমার মনের কথা মনে থাকে লাজে শরমে
একা আমি জ্বলে মরি তোমার বিহনে ।


ভোমর কবে আমার কথা তোমার কানে কানে
দয়া করে যেও সখী ফুলের বাগানে ।।


জানি আমি ভোমর করবে ভুল ভেবে তোমায় ফুল
গুন গুনিয়ে কবে সে মনের কথা মোর হয়ে ব্যাকুল
শুনে তুমি বাসবে ভালো আমায় মনে প্রাণে ।


ভোমর কবে আমার কথা তোমার কানে কানে
দয়া করে যেও সখী ফুলের বাগানে ।।