কোকিলা কয়– 'কুল' কসম!
কৃষ্ণ, কুঞ্জকোণে কভু করবোনা কূজন,
কতোজনে কটু কথায় করে কষাঘাত।


কিঞ্চিত কষ্টে কৃষ্ণ কয়- কুঁড়েঘরের কপাল!
কুলোকে কতো কথা কয়– কোকিলা, করোনা কক্ষান্তর।
কূজন করলে কম- কুজন কই? কৃষ্ণই কুপোকাত!


কেঁদে কেঁদে কোকিলা কয়-
কৃষ্ণ, করোনা কালান্তর!
কসম কর্তন! কূজন করেই করবো-
কোকিলারে কৃষ্ণময়।