ঝর্ণা বলে - ওরে কালচে পাহাড় ,
তোর কি আছে আমার মত রূপের বাহার !


পাহাড় বলে - কোথায় পেলি তোর বুকের জল ?
জানিস কি ও যে আমারই কন্নার ফসল !


অহমিকায় ঝর্ণা হাসে, ভ্রুকুটি মেরে বলে উচ্চস্বরে –
তাই নাকি ? রুপালী চাঁদের জোসনা তোর বুকে কি খেলা করে ?
আছে কি বহতা পানির ঝুমঝুম গান তোর বাগে ?
আমার জলে শরীরটা ভিজিয়ে নেয় কত মানুষ এসে আনন্দ-অনুরাগে !


পাহাড় বলে- ওরে আত্মজা ,
নাড়ী ছেঁড়ার যন্ত্রণা সবাই বোঝেনা !


দেখোনা , বুকে পিঠে করে মানুষ করার পর –
অকৃতজ্ঞ সন্তান বলে - বাবা-মায়ের লাশটিরও নাকি নাই তাদের দরকার !