আকাশে কালো জলমুক,
আর সফেন, উত্তাল জলরাশি দেখে-
ভয় পেওনা সুকানি!


হাজারো নবীন মাঝি,
পেছনে তোমার একতেদায়।
জাগগান ধরে, নির্ভয়ে, এনে দাও তীরে!


অধিকারহারা মানুষে সয়লাব-
হাজারো জলবোট বাঁধা তোমার জাহাজে।
দেখো, সমতার দুরবীণে, বিশ্বমানবতার দুর্দিনে-
শোষণ-নিপীড়ণের অথৈ সায়রে,
তোমার জাহাজ সমতলে ভিড়বেই! এ প্রত্যাশায়-
চালাও সুকানি, এনে দাও তীরে।


তুমি অগ্রজ, তুমি দায়িক।
সমতল পৃথিবী রচনায়- অবিচলিত অভিযাত্রিক।


--------
দৈনিক আলোকিত বাংলাদেশ এর সাহিত্য পাতায় প্রকাশিত।