সমুদ্রে ঢেউ আছড়ে পরে
রচে মানবতার কবর বালুচরে
অথচ বিশ্ব তাকিয়ে অর্থনীতি বোঝে
সায়ারে ভাসার ভিন্ন মানে খোজে !
বিশ্ব করে এক কালে লুন্ঠন
সম্পদ করে একত্রে জড়ো
আজ ঢেকে অবগুন্ঠণ
ভাবে মানবতার চেয়ে অর্থ বড় !


সমুদ্রে ঢেউ আছড়ে পরে
রচে মানবতার কবর বালুচরে
অথচ বহুজাতিক কোম্পানি নতুন বাজার খোজে
লাভ-লোকসানের খুটি নাটি বোঝে !
দিবা রাত্রি বিশ্ব করে শোষণ
সম্পদের গড়ে তারা পাহাড়
আজ ঢেকে অবগুন্ঠণ
ভাবে দারিদ্রতা মোচনের চেয়ে বাজার বড় !


সমুদ্রে ঢেউ আছড়ে পরে
রচে মানবতার কবর বালুচরে
অথচ সন্ত্রসীরা ক্ষমতার আশায়
মাতে অস্ত্রের নগ্ন খেলায় !
বিশ্বের স্থিতিশীলতা করে নষ্ট
তৈরী করে কিছু ভ্রষ্ট পথ
আজ ঢেকে অবগুন্ঠণ
ভাবে জনতার চেয়ে বড় মসনদ !
--------------------------------------------------
উৎসর্গ : আয়লানকে