নদীর বাঁকে হোগলাপাতার বনে
আধারে বসেছে জোনাকীর হাট
নিস্তব্দ রাতে নির্জন মাঠ ঘাট-
আমি পথিক কালের নৌকায় –
চোখে দেখি এমন প্রাকৃতিক দৃশ‌্য
জীবনের মানে করি পাঠ ।


মিটি মিটি জ্বলে আর নেভে-
আলো আর আঁধার -
তবু জোনাকীরা চঞ্চল !
স্বপ্ন আর দু:স্বপ্নের খেলায় –
আশা আর নিরাশা ভরা
মানব জীবন অবিকল ।