এ পৃথিবীর 'পরে দিন দিন মানবের মানবপ্রীতি যাচ্ছে কমে
মানুষের জন্যই মানুষ হচ্ছে বিপদজনক, পরিনত হচ্ছে অসুরে-যমে !
উত্তর-দক্ষিন, পূর্ব-পশ্চিম সবখানে অস্ত্রের পরীক্ষা, মহড়া, প্রতিযোগিতা –
শান্তির পৃথিবী, সুখের পৃখিবী রচনায় - বুঝিনা এর কি আছে উপযোগিতা !


এমন একটি বৃষ্টি হতো যদি -
যে বৃষ্টির ফোটায় ফোটায়-
সজীবতা আনতো, উর্বরতা দিতো বাড়িয়ে
হৃদয়হীন মানুষগুলোর মনের জমিনে ,
সেথায় গড়ে উঠতো
ভালোবাসার সবুজ উদ্যান, কুসুম কানন
অন্য মানুষের কল‌্যাণ সাধনে ।
এবং যদি সে বৃষ্টির শেষে-
ভুলে যেতো সবাই-
কিভাবে মরনাস্ত্র বানাতে হয় ? কিভাবে ক্ষেপনাস্ত্র বানাতে হয় ?
বরং শুধুই ভাবতো- কী সুন্দর পৃথিবী ! কী সুন্দর মানবজাতি !
সবারই বাঁচার অধিকার আছে !  যুদ্ধ নয়, শান্তির জয় ।