রাত কি পোহাবে না? হবে না কি ভোর?
বইবে না কি সুবাতাস? খুলবে না বুলন্দ দ্বোর?
তামাশার অন্ধকারে কতো আর লুকাবে মূখ?
বিভোর থেকে ঘুমে কী এমন পাও সুখ!
অথচ তোমার ধরার মাঝে কাঁদে মানবকুল
শোষণ নিপীড়নে তারা আজ বিপদসংকুল।
মুখে নাই আহার তাদের, কেউবা বাস্তুহারা
এমন দুর্দশা তোমায় কেন দেয় না নাড়া?
জালিম মুনাফিকেরা তাদের টুটি ধরছে চেঁপে,
গুলির শব্দে মজলুম হৃদয় নিয়ত ওঠে কেঁপে!
অথচ তুমি চুপ, ক্লান্তিভরা ঘুমে বিভোর!
জাগো, বিশ্ব মুসলিম এখনই- এনে দাও ভোর।