কতো পশলা বৃষ্টি হলে- নেভে এক মুহুর্তের বিরহের আগুন!
কতোটি প্রেমের কবিতা- বর্ষাকালেও আনতে পারে মনে রঙিন ফাগুন!


বোঝে কে? বিরহের আগুনে জ্বলন্ত বর্শা কতোটা বিধে বুকে-
যন্ত্রনার সে সময় কতো বিষাদময়, কাটে কতোটা দু:খে!


যে মা পাখি হারায়ে বাছাধন এখানে ওখানে খোজে-
তার হৃদয়ের বেদন আর কি কোন স্বজনে বোঝে?


যে পাখি হারায়ে সঙ্গী- উড়ে উড়ে করে আহাজারি
সে গানের চেয়ে- কোন গান করে দুঃখের গগন ভারি?


যে পাখি হারিয়েছে বোন কিংবা হারিয়েছে ভাই–
তাদের সান্ত্বনা দেবার যথাযথ কোন শোককাব্য কোন সাহিত্যেও নাই!


প্রখম চরনে ফিরি!
শত শত পশলা বৃষ্টি হলেও- নেভেনা এক মুহুর্তের বিরহের আগুন!
শত শত প্রেমের কবিতাও- বর্ষাকালে আনতে পারেনা মনে রঙিন ফাগুন!
শুধুই ফিরে পেলে হারানো ধন- বিরহ কেটে আসে মিলনের মাহেন্দ্রক্ষণ।।