অচেনা যুবক, অচেনা যুবতি
দেখা হলো
কথাও হলো
একই প্রেমে ।
একই দ্রোহে
শ্লোগানে শ্লোগানে
তপ্ত রাজপথে
অধিকার আদায়ে আওয়াজ হলো গগন বিদারি ।


অচেনা যুবক, অচেনা যুবতি
আত্মার সাথে
মিলিয়ে গেলো
সব আত্মা ।
আজ সব মজদুরের
এক চেতনা
' হারানোর নাই কিছু
পওয়ার আছে অনেক ' -ছড়ালো সবাই এ চেতনার দীপ্তি ।


অচেনা যুবক, অচেনা যুবতি
সংগ্রামের জনপদে
করছে করমর্দন
পরস্পরে ।
কন্ঠে একই সুর
' এক হও দুনিয়ার মজদুর '
আজ শোষক নিপাতে
শোষিতের জাগরনে - আসুন হই রাজপথের কবি ।