ফিরে এসো,স্বপ্ন সারথি হয়ে,
ফিরে এসো,ঘুম জাগরনের গানে,
ফিরে এসো,আশা জাগানিয়া কোন সুরে,
ফিরে এসো,ভোরের পাখি হয়ে,
ফিরে এসো,গোধূলী লগ্নে-
তোমার সেই নীড়ে।
যে নীড় ছেড়েছিলে,সেই কবে!
কি জানি, কোন টানে?
চিরসবুজ সেই প্রান্তর,শ্যামল বনের পাঁজরে-
তোমার মনের আখরে,
গড়া সেই নীড়,
ছোট্ট নদীর তীর।
আজো আছে,ছিল,থাকবে।
সেই অরন্য-
গড়েছি তোমার জন্য অভয়ারন্য।
তবু,ফিরে এসো,ফিরে এসো,ফিরে এসো,
সবুজ প্রান্তর,শ্যামল বন,ছোট্ট নদীর বুকে।



২৪ চৈত্র ১৪২৩,শুক্রবার
(০৭ এপ্রিল ২০১৭)
সকাল ০৬.০০ টা
বুড়িগঙ্গার তীর,ঢাকা