তুমি কি বুঝবে প্রিয়জনের অশ্রুসিক্ত নয়নের ভাষা?
তো্মাকে নিয়ে যে গড়েছিল ছোট্ট একটি আশা।
আশার মাঝে নিরাশার খেলা,
এভাবেই ভাসে তার জীবন ভেলা।
ভেলাটা ও হ্য়ত কূলহারা!
যদি কোন বসন্ত বাতাসে,সুখের উল্লাসে, থাক তুমি মেতে-
হেথায় যদি হয় সন্ধিক্ষন,তার সাথে-
পারবে কি চিনতে তারে?
চাইবে কি জানতে?
কি ভাবে আছে সে বেঁচে!
নাকি তারে পাশ কেটে সামনে চলবে এগিয়ে?
প্রশ্ন রইল???