নারীকে অনেক আজেবাজে শব্দে ঝুলিয়ে
রাখা অভিধান ফেলে দেই ঝুড়িতে
ময়লার স্তুপ বাড়ে মানুষের গৌরবে
সমান্তরাল কিছু তৈরী হয় বাড়ে
নারীর উচচতা মাপতে গিয়ে আমি তার
পাশে দাড়ানোর চেষ্টায় কতকাল
উঁকিঝুঁকি দেই সুযোগ পেলে
ছুতেঁ পারিনা ঝুলন্ত কেশরাজি
কোমর ছোঁয়া ব্লাউজেরও কয়েক ইঞ্চি
নীচে যেখানে তার সুগন্ধির খামার
তার উচ্চতায় আমার নাক মুখ
বরাবর মুগ্ধতায় নেমে আসে
এটুকুতে আমার প্রাপ্তিযোগ অশেষ
তার ওপরে আমার ওঠা হয়না।