দিনের পর দিন তোমার হাত ধরে হেঁটেছিলাম,
সমুদ্র সৈকতে।
সেদিন স্বপ্নে তুমি আমার পাশে ছিলে বলে--
ভালো বেসেছিলাম...
তুমি জান না ক' পথের সেই বালুকা রাশি জানে, জীবনের সব স্মৃতি।


তুমি না অনেক সুন্দর!জীবনানন্দের কবিতার মত--
মনে হয় যুগের পর যুগ তোমার দিকে তাকিয়ে থাকি। আর মনে হয় তোমার হাত টুকু স্পর্শে স্বর্গ সুখ।...


তুমি কথা দিয়েছিলে আমার এই কল্পনার রাজপ্রাসাদে বধূ সাজবে বলে ভালো বেসেছিলাম।-
তোমার ভালোবাসাতেই দিশেহারা হয়ে পতঙ্গের মতো ঝাঁপিয়ে পড়েছিলাম অগ্নিকুন্ডে। থমকে গিয়েছিল নজরুলের পাল ছেঁড়া সেই কান্ডারি। থমকে গিয়েছিলো অতীতের সব স্মৃতি।


ভুল পথে চলে গেছো তুমি,আমার সম্মুখ দিয়া! আমারই সজল-উত্তল আঁখি তোমা' পথের সারথি। বুঝলেনা তুমি প্রিয়া।
          নিঃসঙ্গ একাকী আজ,মনে পড়ে তোমায়।