জীবনে এমন কিছু সময় আসে
যা অতিবাহিত হয় একরাশ হতাশার মাঝে।
এমন কিছু মুহুর্ত আসে,
যা কাটে শুধুই নিরাশার ভাঁজে।


ভেঙে পড়াই এই সময়ের স্বাভাবিক প্রনালী।
উত্তরণের পথ সিধা - যদি সাহস আকড়ে ধরি।
কখনোই প্রশ্রয় দেয়া যাবে না এই মুহুর্তকে।
শেষ পর্যন্ত লড়তে  হবে, জয় করতে ভয়কে।


বাঁচার জন্যই সংগ্রাম করতে হবে,
নিজেকে টিকিয়ে রাখার সংগ্রাম ।
মানসিক এই সংগ্রামে পরাজয় হবে,
হতাশা নামক অপশক্তির।
এই সংগ্রামে পেতে হবে যন্ত্রনা, পাড়ি দিতে হবে অনেক ভিড় ।
দূর করতে হবে আক্ষেপ, পিছু ছাড়তে হবে গ্লানির।
একটি কথা মাথায় রাখতে হবে,


আজকের দিন আর আগামীর দিন কখনোই এক নয় ।
এই বার্তাটি সর্বজনীন সত্য যে,
বর্তমান কাজের জন্য ভবিষ্যতের আবির্ভাব হয়।


আকাংখা গুলোতে থাকতে হবে অটল,
আর স্বপ্নগুলো করতে হবে স্থির।
ভীতিগুলোকে পেছনে ছুড়ে ফেলে,
জাগাতে হবে মনে সাহসের নীড়।


যেমনি করে আজকের দিন আলোকিত সূর্যের দ্বারা,
সন্ধ্যার পরই হবে তা অন্ধকারে সারা।
তেমনি করে মানুষের জীবনে থাকবে ভাঙা গড়া,
প্রকৃতির নিয়ম এটা, থামবে না কভু এই ধারা।