অসংলগ্ন পাকা রাস্তায় দাঁড়িয়ে
নিজ চাহনি এইদিক-ঐদিক ঘুরাচ্ছিলাম,
নয়নভরে প্রকৃতির অপূর্ব সৌন্দর্য উপভোগ করছিলাম,
বর্ষার শেষ সময়-
মাঠে- প্রান্তরে পানির উচ্চতা নেমে এসেছে।
সূর্যের আভা স্বল্প পানিতে ভাসছে।
অদ্ভুত নয়ানাভিরাম দৃশ্যের জন্ম হয়েছে।
চারপাশটা রক্তিম আলোয় সুসজ্জিত,
হঠাত পায়ের নিচে চোখের দৃষ্টি,
চমকালাম।
একটি বন্য গোলাপ আমার পদস্থিলত ।
হাতে নিয়ে ছুঁয়ে দেখলাম, টকটকে- লাল গোলাপ ।
কোন এক শিকারির অল্প একটু ছাপ দৃশ্যমান ।
কাউকে দেয়ার জন্য ফুলটি বেশ মানানশই ।
প্রতিটি পাপড়ি এখনো অক্ষত, ভাঁজযুক্ত ।
ফুলটি অনেক আলোক উৎসাহী তবে উত্তপ্ত নয়।
দেখতে চমৎকারই লাগছে ।
এমন প্রকৃতির সংমিশ্রণে গোলাপটি আমায় অন্যমনস্ক করে ফেলেছে।
যেমনি করে একটি লাজুক মেয়ের সৌন্দর্যে দিগন্তে হারাই ।
এই মুহুরতে গোলাপটি আমায় ভালবাসার প্রতিচ্ছবি দেখাচ্ছে ।
ইশ, তুমি এখন সামনে থাকলে,
তোমার হাতেই এই গোলাপের প্রতিস্থাপন হতো ।