প্রিয়তমা, জানতে চেয়েছিলে তুমি আমার নিকট
তুমি কেমন, তা… মানে দেখতে কেমন বা তোমার মানসিকতা
আমি ভীতু; সর্বদা নয়, তোমারই সামনে শুধু।
বলতে পারিনি তাই  তখন কিছু ।
এড়িয়ে গিয়েছি, অবশ্য বলার সাহস পাইনি।
এখন বলছি তোমাকে  , তবে তোমার সম্পর্কে নয়,
কয়েকটি পরামর্শ , তোমার নিজেকে জানার জন্য।


আমি জানি, আয়না তোমার খুব প্রিয়।
দাঁড়াও তার সামনে, নিশ্চয়ই ছদ্মবেশহীন।
পূর্ণ মনোযোগ দিয়ে, স্বীয় নয়নে লক্ষ্য করো।
চোখের ভাষা কী বলে, কল্পনায় আঁকো।


অবশ্যই অন্যকিছু নয়, শুধু নিজেকে নিয়ে ভাবো।
নিজ স্বার্থকে প্রশ্ন করো, “আমি কেমন?”
উত্তর হয়তো এমনটা পাবে, দুটি চোখ রয়েছে তোমার খুব মায়াবী।
যার ছায়ায় সিক্ত হয় অনেক বীর সাহসী।
অথবা, চেহারাটি অদ্ভুত সুন্দর তোমার, হাজারো দৃষ্টি আটকানোর মতো,
বাদামী ওই চোখের টানে – মাতোয়ারা লোক শত।


তোমার ভাবনা একটুও মিথ্যা নয়, সত্যিই তুমি তেমন।
প্রশ্ন করো আবার, সবতো অনুধাবন করলাম, তাহলে কোথায় আমার  জড়তা?
এটির উত্তর তুমি পাবে না হয়তো, আমিই বলছি শোনো।
সেটি হলো মেকআপ নিয়ে তোমার মানসিকতা।
অপরূপা তুমি এমনিতেই, তবুও কেনো নাও ছদ্মবেশ।
তোমার আসল সৌন্দর্য্য মেকআপ বিহীনই,
বুঝতে না পেরেই নিজেকে করলে নিঃশেষ।


এইবার আয়না থেকে সরে দাড়াও ।
আমার উপর রাগ কমাও।
নিজের স্বরূপ আঁকড়ে  ধরে,
ছদ্মবেশকে  দূরে পার করে দাও।