এসেছিলো ঝড় যেদিন এই জীবনে,
ঘটলো অপ্রত্যাশিত  কাহিনী।
পারবো না আর চলতে ফিরতে সহজে,
আমি ভেবেছিলাম তখনই।


সেই দিনের সেই উপলব্ধি, এখনো মনে আঁকা।
বাইকের চাকা সড়কের উপর, ঘুরেছিলো আঁকাবাঁকা।
হঠাত মুখোমুখি সংঘর্ষ,
বর্ণনাটা এক কথায় বললে, খুবই বীভৎস।


অশ্রুকে আটকাতে চেয়েছি নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে,
আমাকে পরাজিত করে তা নিচে পড়লো গড়িয়ে।
চারদিকের পরিস্থিতি সবই মনে হচ্ছিলো শূন্যগর্ভ।
শুরু হলো আমার জীবনের নতুন একটি পর্ব।


বাস্তবতা কতোটা কঠিন, কতোটা নির্মম,
বুঝতে পেরেছি হাড়ে  হাড়ে,
প্রতিটি স্বপ্ন, প্রতিটি সংকল্প,
একে একে বিলীন হয়ে যাচ্ছিলো দূর পারাপারে।


নিজ থেকে পারিনি দাঁড়াতে,
তবুও চেষ্টা যায়নি থেমে।
কৃত্রিমতার আশ্রয়ে চলার উপায় হলেও,
বন্দী ছিলাম বাস্তবতার ফ্রেমে।


জীবনটা যেনো থমকেই দাঁড়ালো,
ভেবেছিলাম আর পারবোনা উঠতে সেখান থেকে।
মনোবলকে স্থির করলাম আবার,
পারবো আমি, পারতেই হবে, চ্যালেঞ্জ দিলাম নিজেকে।


জাগ্রত এই চিরচেনা পৃথিবীতে,
একজন অপূর্ণ মানবের বেঁচে থাকা নয় খুব হালকা ।
আত্মবিশ্বাসের মাত্রা হতে হবে চির তরুণ,
আর কাজে লাগাতে হবে নিজের পূর্ণ মেধা ।


জীবন নামক তরীতে, হার না মেনে চলতে হলে,
নিজের প্রতি রাখতে হবে পূর্ণ বিশ্বাস।
পারবো না আমি, আমাকে দিয়ে হবে না;
বুঝে নিলাম, এই বলে ফেলা যাবে না দীর্ঘশ্বাস।