এই মুহূর্ত আসবে ভাবিনি কখনো।
ওলট পালট চিত্র সবখানে ছড়ানো।
মনের মধ্যে গুঞ্জন এমনভাবে রটানো।
মান-অভিমানের কেন্দ্রবিন্দুতে তুমিই জড়ানো।


আমার সকল বিশ্বাস ভাংলো শুধু তোমার জন্য,
এমনকি ভাঙলে তুমি আমাকে দেয়া তোমার প্রতিজ্ঞা।
প্রেমময় মনটিকে করলে তুমি চূর্ণ বিচূর্ণ,
উপহার হিসেবে দিলে পল্লব বিশিষ্ট অবজ্ঞা।


আমার হৃদয়কে খণ্ড বিখণ্ড করে সৃষ্টি করেছো তাতে জট
যেমনি করে একটি শার্টের মধ্যে ভাঁজের দাগ দেখা যায় স্পষ্ট।
এই ভাঙনের কোন অস্তিত্বই সামনে থেকে তুমি পারবে না দেখতে।
বুঝাতে আমি চাইও না তোমাকে, এই আমি কতোটা ভ্রষ্ট!


কখনো তুমি আমার যত্ন নাওনি, তাই আজ আমি ভগ্ন।
তোমারই জন্য আজ আমি দিশেহারা, হয়েছি ছিন্নভিন্ন।


কখনো আমাকে ভালবাসতে চাওনি, সেজন্য আমি এখন বিষণ্ণ।
চোখের জল সঙ্গী আজ আমার, শুধু তোমারই জন্য।


আমার কোন কথাই তুমি শুনতে চাওনি,
গুরুত্ব দেয়ার বার্তা অনেক দূরে!
তোমার হৃদয়টি কোমল হলেও,
সবসময় ঢাকা কালো আলকাত্রার চাদরে।


আমার হৃদয়ে যে ফাটল করলে তুমি সৃষ্টি,
দিতে পারবো না তার উপমা পৃথিবীর কোন ভাষায়,
মনের যন্ত্রণা মনের গহীনেই লুকায়িত,
জগতের সকল বেদনার সাথেই এর তুলনা, বড্ড অসহায়।


যতবারই চাই একটু দাঁড়াতে, ততবারই আসে তোমার আঘাত।
তোমার ছলনায় জর্জরিত হয়ে, আমি বড্ড কুপোকাত।


ভুলতে চাই এই স্বার্থপর যন্ত্রণার আর্তনাদ।
কুড়ে কুড়ে যেটি শেষ করছে আমার ভেতর।
ফিরতে চাই প্যাঁচহীন আমার আগের ভুবনে,
বর্তমানের সব ব্যথাকে করে দিয়ে বিস্তর পর।