একদা এক সময়ে ছিলাম আমি একাকী এবং বিমর্ষ
ছিলোনা এমন কেউ যে দেবে আমায় একটু সান্ত্বনা
তাইতো পরিধান করেছিলাম মুখোশ, যার নাম হাসি।
সত্যকে পেছনে রেখে, যা ঢাকতো আমার যাতনা।


কিছুদিন আগে, আমার ছিলো অনেক বন্ধু।
মুখোশটি নিয়ে ছিলাম, আমিও তাদের সাথে।
কিন্তু দীর্ঘ গহীনে, তথাপি আমি ছিলাম শূন্য।
নিজেরই একটা অংশকে মিস করেছি, প্রতিটি চলারপথে।


আমার প্রতিরাতের কান্না তখন কেউ শুনতে পায়নি।
তাই পরিকল্পনায় আমার এই মুখোশ, যা মিথ্যাগুলোকে লুকোয়।
কেউ দেখেনি আমার যন্ত্রণা যা আমি অনুভব করেছিলাম।
বাস্তবতায় তাই এই মুখোশ, যাতে প্রকাশিত আমার অভিনয়।


প্রতিটি চিন্তা, প্রত্যেক ভাবনা ছিলো তোমাকে নিয়ে।
প্রকাশ্যে সবকিছু থাকলেও, তুমিহীনা এই মন হয়েছিলো ক্ষয়।
পেছনের প্রতিটি হাসিতেই ছিলো অশ্রুর উপস্থিতি।
প্রত্যেক আয়েশের অন্তরালে ছিলো তুমি না ফেরার ভয়।


দিনের পর দিন,
আমি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিলাম মৃত্যুর দিকে।
কিন্তু আমি মরতে পারিনি।
সেই পথেও যেনো তোমার শূন্যতা বাঁধা দেয় আমাকে।


এখনো পর্যন্ত তবুও আমি খুঁজে ফিরি,
একটি মাত্র পদার্থ, যা থামাবে আমার সকল কান্না।
এমন কেউ, যে দূর করতে পারবে আমার সব ভয়,
ওই রকম একজন মানুষ, যে ধ্বংস করতে পারবে আমার সব যন্ত্রণা।


কিন্তু তবুও আমি থাকবো পূর্বের সেই হাসিতে।
সেই মুখোশটি ধরে রাখবো, তাকে করবো না কখনো উপেক্ষা।
আশা করছি তারপর আমি সত্যভানে হাসবো
ঠিক তখনই সবার মাঝে নিজ রূপে ফিরবো,
তার জন্য শুধুই অপেক্ষা।