গ্রহ-নক্ষত্রের অপলক ঘূর্ণন
ঢেউ এর তরঙ্গ এক সময় তীরে,
একটি গাছ সবল হয়- দিনে দিনে
সূর্য অস্তে, আর পৃথিবী গাঢ় আঁধারে।


মনে প্রশস্ত অলংকারের চাষ
কঠিন বরফ খণ্ড এক সময় তরলে
মধুর জনম মৌমাছির কল্যাণে,
চাঁদ জ্যোৎস্না চড়ায়, প্রেমের সৌরভে।


প্রকৃতি সর্বদা চলমান ও জীবিত
পদক্ষেপ তার নয়তো উলট পালট,
প্রাকৃতিক প্রশান্তিই, প্রকৃতির উৎকৃষ্ট ধর্ম।


তবে কেন বিশৃঙ্খলা এই প্রকৃতিতে
কেনই বা তার শান্তিতে ব্যাঘাত ?
মানুষ রুপি অশান্তির বাহক ঘাতক
বারবার তাকেই করে আঘাত ...।


প্রকৃতি প্রেমময়।
সৃষ্টির সমস্ত কূলকেই প্রকৃতি ভালোবাসে
আড়ালে রাখে দ্বারা প্রেমের শান্তির,
অনাকাঙ্ক্ষিত ধস চায়না প্রকৃতি
প্রয়োজন শুধু মানব উপলব্ধির ।