অভিনয় আমি শিখেই ফেলেছি,
জিজ্ঞেস কেউ করলেই, একবাক্যে বলতে পারি
এইতো ভালো, আগের চেয়ে ভালো আছি ।


অভিনয় নামক মুখোশটি আমাকে
রেখেছে বেশ ফুরফুরে,
থেকেও এখন আনমনে, মুখোশটিরই কল্যাণে
সব পর্যায় নিতে পারি সামলে, নির্দ্বিধায় ।
আবেগ, অনুভূতি আর আমাকে ক্লান্ত করে না
কারন, ইতোমধ্যেই ঘুরে ফেলেছি বাস্তবতার অনেকগুলো  অধ্যায়।


নিয়মিত প্রাণ খুলে হাঁসতে পারি এখন, হাঁসি
মুখোশের অন্তরালে থাকা সেই অভিনয়
করেছে ভাবলেশহীন, বানিয়েছে  উদাসী
যদিও, কৌশল রপ্ত করেছি, দিন হয়নি বেশী ।
তবে একটা ঝামেলাও হচ্ছে,
হাসার পরিমাণ মাঝে মাঝেই বেড়ে যায়
নিজের অজান্তেই আমাকে কোথায় যেন নিয়ে যায় ।


একা- একলা মন, নিরালায় আর কী  করবে ?
তাইতো হাঁসে, কারনে অকারণে
হাসার ভান করে যেখানে সেখানে
হাঁসার মাঝেই থাকতে চায়, সময়ে অসময়ে ।
তোমাকে নিয়ে ভাবনার ভিড়ে,
প্রকাশ পায় এই হাঁসি, যেন তোমারই প্রতিচ্ছবি
মনের কোণ থেকে বারবার ডাক আসে
এই হাঁসিতেই  তুই সারাক্ষণ রবি ।


হাঁসির আড়ালে তোমাকে ভাবনার মাঝেই
মনমরা মন খুঁজে পায় নিজেকে
বিলীন হবো তাই এই মুখোশেরই ভিতর
ফিরবোনা আর তোমার নিকটে ।