মোদের বিদ্যালয় হয় অতি মনোরম
স্বয়ং বীণাপাণি সেথায় বিচরিত সর্বেক্ষণ।
বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকার তুলনা নাহি আর
বিদ্যাদানে নাহি থাকে কোনো ত্রুটি অতঃপর।
বিদ্যালয়ের ছাত্র ছাত্রী খেলে পড়ে আর খায়
বিদ্যাদান সমাপন হলে নিজ বাড়ি যায়।
এলাকার কাছে দূরে নাম করে, বলে ভালো কথা
বিদ্যালয় তাহাদের সন্মানে করেন গাঁথা।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক হন বড়োই সদাশয়
বন্ধুসম আচরণে মুগ্ধ প্রতি হৃদয় ।
(উৎসর্গ - মশানঝাড় আদিবাসী উচ্চ বিদ্যালয়)