(১)
যারা এখনই হাতে তুলে নিয়েছে কাস্তে,
যারা এখনই মাথায় নিয়েছে মোট,
যারা এখনই দাঁড়িয়ে গেছে মেশিনের ধারে,
তুমি খোলা রাখো দুচোখ দেখতে পাবে তারে ।
(২)
ওরা খাটছে ফাই ফরমাশ..
ওরাই ভাঙে কয়লা, ওরাই ভাঙছে বড়ো পাথর, কেউ বা কুড়োয়ে আবর্জনা ।
(৩)
ওরা কোনোদিন পায়নি মায়ের আদর, তারা জানেনা বাবার স্নেহ,
শুধু গালমন্দ চড় চাপড় খায়,
এদের কি ভগবান নেই হায়ঃ।
(৪)
ওরা জানেনা নিজের ঘর
ওরা ফুটপাথ কে বানিয়েছে ঘর, কেউ বা আবার গাছ তলাতে..
কেউ নেই ওদের পথ চলাতে।
অর্ধাহারে, অনাহারে মরছে ওরা একটু করে..
আমরা দেখতে পেয়েও যাচ্ছি সরে।
ওরা দেখতে জানেনা স্বপ্ন
শুধু চোখে ভাসে ভাতের স্বপ্ন ।
(৫)
শিশু শ্রমিক দেশের ওরা,
এই লজ্জা কি দিয়ে ঢাকি।
আইন আছে ওদের জন্য,
কিন্তু ভাতের জোগাড়ে
আইন হয়েছে ছিহ্ন।
(৬)
ওরাই দেশের শিশু শ্রমিক
ওদের সুখের বিনিময়ে আমরা সুখে থাকি।
তাই বলি আজ এসেছে সে দিন
মুছতে এই দীন ।