প্রজাপতি আর উড়ছে কোথায়?
চারিপাশে শুঁয়োপোকারই শুঁয়ো,
ঔষধ-স্যালাইন-ইনজেকশন নয়;
আজকাল ডাক্তাররাও ভুয়ো ।


দু'কলম লিখে; দুশো টাকা ফিজ
বাইরে দীর্ঘ লাইন অব্যাহত,
ঔষধে তবুও কাজ দেয় না
শরীর রোগের দ্বারা অধিকৃত ।


ওরা বলে সব সেরে যাবে ঠিক
ঔষধটা তো খান নিয়মিত,
আশায় আশায় থেকে; কে জানে
কত রহিম মহিম আজ মৃত।


নিজ বিবেকের দাঁত ভেঙেছে ওরা
তাই নিজ দংশনেরও পায়না টের,
অনৈতিকতার মালা গলায় ঝুলিয়ে
মূল্যবোধের সাথে নিচ্ছে সাত ফের।


কে দিলো নকল ডিগ্রি ওদের ?
কে দিলো ফাঁদ পাতার এ সম্মতি?
ওদের সাথে তাদেরও ধরা হোক
তবেই তো হবে সামাজিক উন্নতি।