পূর্ণিমা তার সঙ্গী আজও
যখনই একলা মন কাঁদে ।
ভাগ্যিস আজ লকডাউন ছিল
তুমিও চোখ রাখলে চাঁদে ।


চাঁদ আসলে চাঁদ তো নয়
মেঘের খামে রাখা কারো চিঠি ।
দূর থেকে দুচোখ বুলিয়ে
পারলে পড়ে নিও লক্ষ্মীটি ।


অনেক কথাই তো বন্দি থাকে
মেঘলা বুকের একলা কারাগারে ।
একটা মন এক জীবনের বেশি
আর কতই বা সাজা পেতে পারে?


এ জীবন না হয় ছেড়েই দিলাম
হিসেবের খাতা থাক শূন্য ।
তবুও ভালোবাসার শঙ্খ বজায়
এখনো কেউ তোমার জন্য ।


পূর্ণিমার পূর্ণতায় থেকো তুমি
আমি এই বেশ আছি বে-স্বাদে ।
ভাগ্যিস আজ লকডাউন ছিল
তুমিও চোখ রাখলে চাঁদে ।