তুমি যখন প্রশ্ন করো
কেন এতো তোমার কাছে আসি।
আমি পাথরের মূর্তির মতো উত্তর দিতে পারি না
চুপটি করে শুধুই অপলকে তাকিয়ে দেখি―
তোমার ঠোঁটের উপর
রাজহাঁসের ডানার মতো শুভ্র হাসি।
তুমি যখন প্রশ্ন করো
কেন এতো তোমার খেয়াল রাখি।
আমি বোবার মতো কোনো উত্তর দিতে পারিনা
চুপটি করে শুধুই মগ্ন হয়ে শুনি―
তোমার কথার ভেতর
বৃষ্টি ভেজা পাখির মতো খুশিরই ডাকাডাকি।
তুমি যখন প্রশ্ন করো
কেন এতো ভালোবাসি তোমায়।
আমি গাছদের মতো কোনো উত্তর দিতে পারি না
চুপটি করে শুধুই অনুভব করি–
তোমার বুকের ভেতর
স্বপ্নরা পৌঁছচ্ছে সাফল্যের কিনারায়।