তোর ঠোঁটের বন্দর থেকে
ভেসে আসা হাসিরই খেয়া
আজও ভরিয়ে দেয় খুশি
এ হৃদয়ের সবুজ দ্বীপে।


তোর চোখেরই তারা থেকে  
ঠিকরে পড়া দৃষ্টির রোদ
আজও ব্যথাদের বরফ
গলিয়ে দেয় প্রেমের তাপে।  


তোর কণ্ঠের সুরেলা শিষ
সব গান গাওয়া পাখিকে
হারিয়ে; স্বপ্নের রামধনু
এঁকে দেয় মন ক্যানভাসে।

তোর মেঘলা এলো চুলের
স্নিগ্ধ সিঁড়ি বেয়ে নেমে আসা  
আজও ভাল লাগার ঘ্রাণ
ছড়িয়ে থাকে প্রাণের পাশে।


তবু এখনো হয়নি বলা  
এ মন তোকে শুধুই তোকে
সারাক্ষণ খুব ভালোবাসে।