তোর শরীরের উপত্যকায় প্রেমের পদ্য লিখছে
এখন অন্য কোনও দায়িত্বশীল হাওয়া।


তোর ঠোঁটের পাপড়িতে উষ্ণতার উপন্যাস
সারা রাতে ধরে রচনা করছে
অন্য কোনও জোনাকি ।  

কিংবা
তোর মেঘলা চুলের ভেতর কামনার জোছনা
খুঁজে নিচ্ছে  অন্য কোনও ধূমকেতুর চোখ।


শুধু তোর চোখের চৌকাঠ পেরিয়ে আজও
আমার যেতে ইচ্ছে করে তোর মনের কাছে।


আর বড় জানতে ইচ্ছে করে-  
   এখনো একলা রাতে
কাকে খুঁজে বেড়ায় তোর উদাস মন ?


         ****