তোমার চোখের সম্মোহনী দৃষ্টিতে গ্রেফতার হয়ে  
প্রেমের সংশোধনাগারে বন্দী থেকে আজ যে ভোগ
করছে রঙিন সুখের সবকটি কোণ সবকটি দিক।
সে আর অন্য কেউ নয় ... সে আমিই !  
        যে তোমার প্রেমিক।


তোমার আরক্ত ঠোঁটের পেলব পাপড়িতে পাপড়িতে
নিবিড় উষ্ণতার প্রলেপ জড়িয়ে; হাতে হাত রেখে
যে তোমার প্রাণে জ্বালিয়ে দিচ্ছে খুশিরই বর্তিক।
সে আর অন্য কেউ নয় ... সে আমিই !  
            যে তোমার প্রেমিক।


তোমার বুকের দুটি অক্ষর তর্জনী দিয়ে স্পর্শ করে  
বিমুগ্ধতায় পাঠ করছে যে তোমারই ইশারায়;
হৃদয়ে মেখে সান্দ্র মুহূর্তের কাঞ্চন বর্ণ ঝিলিক।      
সে আর অন্য কেউ নয়... সে আমিই !
            যে তোমার প্রেমিক।


তোমার নাভির নিচে এক দফা খুচরো দাবি নিয়ে  
বাধার ব্যারিকেড ভেঙে কামনার মিছিল করে,  
যে আজও তোমার সামনে এসে দাঁড়ায় নির্ভীক।  
সে আর অন্য কেউ নয় ... সে আমিই !  
           যে তোমার প্রেমিক ।  


তোমার এলোমেলো অগোছালো যত যা কিছু; সব    
ভালবাসার রঙে সাজিয়ে নিয়ে, সুখে দুখে যে হয়ে
থাকতে চায় তোমারই সারা জীবন পথের পথিক।
সে আর অন্য কেউ নয় ... সে আমিই !  
           যে তোমার প্রেমিক।।


         --------******----------