সকাল হলেই গ্রিল দিয়ে
হাত বাড়িয়ে দেয় সে সূর্যের দিকে ।
পাতার আঙুলে মেখে নেয় রোদ ।


প্রতিবেশী প্রজাপতিরা তার বন্ধু
ছোটো পাখিরা দূর থেকে কথা বলে ।
বিকেলে কোকিল সুরে সে উদাস হয়ে
চোখ রাখে আকাশের ক্যানভাসে ।
হাওয়ায় ভাসিয়ে দেয় সব মনখারাপি।


কখনো বা
একটা নতুন কুঁড়ি ফোটানোর আশায়
প্রত্যয়ের মাটিতে প্রতিজ্ঞার শিকড় চালিয়ে
সে সোজা রাখে ধৈর্যের কাণ্ড ।


আসলে ব্যালকনিতে রাখা
টবের ফুলগাছটি আমাদেরই গৃহবন্দী জীবন ।


✍️০৮.০৪.২০২০