আমার ৬০০ তম কবিতার পাতায় আপনাকে স্বাগত।  
--------------------------------------------------


চোখ দুটো উপড়ে নিতে চাও?
―উপড়ে নাও!  
জিভটাকে টেনে ছিঁড়ে দিতে চাও?
― ছিঁড়ে দাও !  
মাথাটাকে ধড় থেকে আলাদা করতে চাও?  
―করে দাও আলাদা!  
বুকে ছুরি গেঁথে হৃৎপিণ্ডটা কেটে নিতে চাও ?    
―কেটে নাও!  


তবে আমার প্রতিটি রক্তের ফোঁটা  
সাহসিকতার আঙুল ধরে
ঠিকই পৌঁছে যাবে
প্রতিবাদের শিকড়ে শিকড়ে।


যে প্রতিবাদ বাঁচার রসদ পেয়ে
ছড়িয়ে দেবে চারিপাশে আরও আরও
অনেক আগুন ভর্তি ডালপালা।

খুঁজে নেবে একদিন নতুন সূর্য ।


           ******