একমুঠো পোকা কাটা চাল খুরিয়ে আজও যারা কিছু কবুতর
কে ভুলিয়ে রাখে কাজ হাসিলের জন্য; আমি তাদের থেকে
শিখতে চাই চতুরতা ।
যে চতুরতা দিয়ে আমি সরল কবুতর গুলোকে মুক্ত করে
ফিরিয়ে দিতে চাই তাদেরই সাবলীল জীবন ছন্দ ।    


নৈতিকতার দেওয়ালে লালসার পেরেক পুঁতে আজও যারা
ঝুলিয়ে রাখে অসহিষ্ণুতার ক্যালেন্ডার; আমি তাদের থেকে
শিখতে চাই বিরুদ্ধতা ।
যে বিরুদ্ধতা দিয়ে আমি অসহিষ্ণুতার দিনপঞ্জি ছিঁড়ে ফেলে  
করবো সকল প্রাণপূর্ণ পঙ্কিলতার পাঠশালা বন্ধ।  

অন্যায়ের যূপকাষ্ঠে মানবতার বলি দিয়ে আজও যারা
ছড়িয়ে দেয়ে মৃত প্রতিশ্রুতির মাংসপিণ্ড; আমি তাদের  
থেকে শিখতে চাই নির্মমতা।
যে নির্মমতা দিয়ে আমি করবো রগরগে দাবানলের মতো  
একের পর এক তাদের সব নগ্নতার অরণ্য ধ্বংস।

সারাদিনের কাজের পর একগলা ক্ষুধা নিয়ে থাকা রুগ্ন  
জীবন গুলোর খাবারের থালায় আজও যারা লাথি মারে;  
আমি তাদের থেকে শিখতে চাই হিংস্রতা।  
যে হিংস্রতা দিয়ে আমি সব লোভী প্রাণী গুলোর বিস্তৃত
ক্ষমতার শিকড় স্বমূলে উপড়ে নির্মূল করবো বংশ।


                ************