বাতাসে আজ বারুদ মেশা
চারিপাশে ছড়ানো লাশ,  
মানবতার সিংহাসনে
দখল নিলো হিংস্র সন্ত্রাস ।  


জ্বলছে গাড়ি জ্বলছে বাড়ি
আর্তনাদ আর হাহাকার,    
বন্দুক বুলেট বোমার কাছে
কালো কাস্তের ক্ষণিকের হার।  


জমির উপর ঝাণ্ডা উড়ে
লালসার কি মেটে তৃষা?  
নিরীহদের রক্ত ঝরিয়ে
নৃত্য করে যেথায় হিংসা ।


রক্তচক্ষু রক্ত খোঁজে
ছুরি দিয়ে কাটছে গলা,  
চোখের সামনে সব দেখেও  
যায় না কি কিছুই বলা ?  


দেশের মাথার শান্তির মুকুট  
আজ ভূতলে পড়ে লুটায়
সন্ত্রাস এখন যুবরাজ হয়ে
অত্যাচারের ঘোড়া ছুটায়।


এ ঘোড়ারই খুরের শব্দে  
জীবন যদি ভয়ে হয় কাত,
আঁধার কালো মেঘকে ফুঁড়ে
আসবে কি নতুন প্রভাত?  


      **********