আর কত গণচিতা একসাথে দাবানলের মতো জ্বলতে দেখলে 
বাঘ ঢুকে যাওয়া গ্রামের লোকের মতো আমরা নড়ে চড়ে বাসব।


আর কত প্রতিবেশীর চোখে জলপ্রপাত, বুকে মরুভূমি,  
কিংবা যুপকাষ্ঠে আটকে পড়া পশুর মতো তীব্র আর্তনাদ শুনলে
অঙ্কুরিত হবে আমাদের হৃদয় জমিতে সহানুভূতির বীজ।  


আর কত বেডের অভাবে, অক্সিজেনের অভাবে, রক্তের অভাবে
ছটফট করে রোগী মরে যেতে দেখলে  আমার ভাববো
আমাদের পরিকাঠামো নিয়ে, পরিষেবা নিয়ে, নৈতিকতা নিয়ে।


জানিনা! জানিনা!


শুধু জানি সভ্যতার এই আদালতে আমরা সবাই সচেতনতার খুনি।