ছেঁড়া ময়লা জামা পরা যে ছোট্ট ছেলেটি
বন-বাদাড়ে গুলতি দিয়ে ঘুঘু বক কাঠবিড়ালী মারে,
সে জানে আজ ঘরে খাওয়ার মতো ভাত নেই।


উস্কোখুস্কো তামাটে চুলের যে কালো ছেলেটি
ঠ্যাসরা বনে খানা-খন্দের পাশে বাঁশের লাঠি
কাঁদায় গেঁথে গেঁথে কচ্ছপ খোঁজে,
সে জানে আজ ঘরে পেটে দেওয়ার মতো মুড়ি নেই।


কিংবা হাড় জিরজিরে যে বাচ্চা মেয়েটি
সরু খালের একগলা জলে নেমে গেঁড়ি-গুগলি তোলে,
সে জানে আজ ঘরে ক্ষুধা নিবারণের জন্য রুটি নেই।


আসলে কাজহারা মা-বাপের সাথে এমন দুর্বিষহ দিনে
যারা জীবন লড়াইয়ের খুদে সৈনিক হয়ে বাঁচে,  
তাদের মুখটাই অন্তত একবার ভেসে উঠুক
তোমার আমার খাদ্য অপচয়ের আগে।