পা ভাঙা হাঁসের মতো খুঁড়িয়ে খুঁড়িয়ে
হেঁটে যাচ্ছে আরও একটা দিন।


উদ্বেগের উঠনে চরে বেড়াচ্ছে
অনাহার আর্তনাদ আতঙ্ক,
পর্বতারোহীর মতো বুকের ঢাল বেয়ে
ক্রমশ উপরে উঠছে যন্ত্রণা ।
দূর থেকে ভেসে আসছে কান্না
মৃত্যুর ক্ষুধার !


নিজের মতো তবু
শুকিয়ে যাওয়া পড়শী জীবন কে
ফুরিয়ে আসা সঞ্চয়ের অবশিষ্ট থেকে
বাড়িয়ে দিচ্ছি দু'মুঠো ভাত ।


সমস্ত অশ্রু সাগর পেরিয়ে
একটা নতুন সূর্যোদয় দেখবো বলে ।


✍️১৮.০৪.২০২০